মায়ের কবিতা- ৪৮ । প্রিয়া

প্রিয়া

বেগম কোহিনূর আক্তার খানম

আমি হতাম যদি কোন এক শিল্পী

তোমার ছবি এঁকে রাখতাম বুকের মাঝে।

হতাম যদি কবি

তোমার নামে লিখতাম কবিতা, রক্ত দিয়ে।

হতাম যদি উপন্যাসিক

রচনা করতাম তোমার নামে পান্ডুলিপি।

হতাম যদি দেশের প্রধান

স্বর্গ সুখে তোমায় আমি রাখতাম।

হতাম যদি আমি ধন-কূপ

তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম সারা বিশ্ব ভূমি

আমার হারতে থাকত যদি এমন ক্ষমতা

পৃথিবী সেরা মানুষের দলে

লিখে দিতাম তোমার নামটা।

তবু আমি আমার ডায়েরীতে

লিখে রেখেছি তুমি স্বর্গের দেবতা।

Leave a Comment