মায়ের কবিতা- ৫০ । ভাবনা

ভাবনা

বেগম কোহিনূর আক্তার খানম

অনেক কথা ভাবি মনে

যখন থাকি একলা ঘরে।

তোমার কথা মনে উঠে

অনেক স্মৃতি ভাসে চোখে

কখনও করেছিলে অবহেলা

কখনও মনের অজান্তে

দিয়েছে একটু বকা।

আবার দিয়েছো অফুরন্ত ভালবাসা

অতীতের অনেক কথা পড়ে মনে

তোমাকে ডেকেছি আমি

সম্রাট শাহজাহান বলে।

তুমি আনন্দে আমায় নিয়েছো বুকে টেনে

সে কথা আজও মনে পড়ে

বড় সাধ তোমাকে নিয়ে।

বয়স বাড়লে থাকবেনা ঝামেলা

তোমায় নিয়ে ঘুরে বেড়াব

সারা ভুবনটা।

Leave a Comment