মায়ের কবিতা- ৫৩। মধু চন্দ্রিমা

মধু চন্দ্রিমা

বেগম কোহিনূর আক্তার খানম

কোন একদিন স্বপ্নক্ষণে

অলক আমায় ডাকছে

হাতছানি দিয়ে

চল ভেসে যাই

ঐ দূর গগণে।

জোনাকির আলোতে

থাকবো দুজন মিলে

মৌমাছিরা ফুলের খোঁজে

মধু সন্ধানে,

ঘুরে বেড়ায় বন বাগানে।

তোমার আমার বাসর হবে

ওই দূর গগণে।

তোমার বুকের মাঝে হারিয়ে যাব,

তুমি খুঁজে নেবে জোনাকীর আলোতে,

মনে রেখ শয্যা হবে

মেঘের আড়ালে।

মধুচন্দ্রিমা বাসর কলহীন হবে।

আমি চেয়ে থাকবো

তোমার কাজল পড়া নয়ন পানে

চল ভেসে আই দূর গগণে

Leave a Comment