নারীর কর্ম
কোহিনূর আক্তার খানম
পুরুষ বলে দাবী কর, তোমরাই সেরা
নারীকে কর অবহেলা আর অবজ্ঞা
অথচ জন্মেছিলে নারীর গর্ভে
পান করেছ বুকের রক্ত।
ভূমিষ্ঠ হয়ে খেয়েছ মা নামের
নারীর স্তনের দুগ্ধ।
প্রতিপালিত হয়েছ মায়ের সহচর্যে
দিনে দিনে যখন বড় হতে ছিলে
মানসপটে কল্পনা করেছিলে
কোন এক মানসী নারীকে।
চলার পথে পেয়ে সন্ধান
আবদ্ধ করে নিলে বাহুবন্ধনে।
সেইতো আরো এক নারী হয়েছে তোমার ঘরনী
জীবনের সব কিছু উজাড় করে
উৎসাহ প্রেরণা দিয়েছে তোমারে।
নিজের জীবন তুচ্ছ করে তোমাদের সেবা করে
একদিন ঘুমিয়ে যায় নারী নামে
এই রমনী চির নিদ্রায়।
তোমাদের সেবার জন্য রেখে যায়
জাতে নারী তোমার কন্যা অথবা পুত্রের সঙ্গিনী।
কালে কালে সর্বক্ষণে নারীরা যোগাইয়াছে
পুরুষের জন্য উৎসাহ, সাহস, প্রেরণা, শক্তি, শান্তি
তাইতো তারা মানসী।
অবহেলা, অবজ্ঞা, ভৎসনা, তিরস্কার
নির্যাতন করোনা তোমরা পুরুষ জাতি।
সাবধান নারী ছাড়া তোমাদের
নেই কোন উজ্জ্বল গতি।
ভেবে দেখ মনস্থির করি
জীবনের তিনকাল থাক তোমরা নারীর সঙ্গে
তবু কেন তোমরা, অহংকার কর মিছে মিছে।