মায়ের কবিতা- ৩৫ । লগ্ন

লগ্ন

বেগম কোহিনূর আক্তার খানম

তীতুমীর তোমার ভালবাসায়

আমি মুগ্ধ হয়েছি।

তোমার ক্যাম্পাসে অমর হয়ে থাকবো আমি,

সৈকত ভ্রমণে উদার হয়ে রইবো অথৈ সাগরে

সন্ধ্যা ফুলের মত উঠবো ফুটে।

তোমার তুলির রংয়ে রাঙ্গিয়ে দেব বলে

প্রভাতে শিশির ঘাসে মৃদু পায়ে এসে

তোমায় ঘুম ভাঙ্গাবো।

বেলী ফুলের মালা খোপায় পরে

তোমার পাশে থাকবো।

তুমি আমায় দেখে চমকে উঠে

হাত ধরে বলবে,

হেলেনা এসেছো আমার কাছে?

এ লগ্নে আমি চাই তোমাকে

বিন্দু, বিন্দু, ঘাম আমার নাসিকাঅন্তে।

তুমি রাজহংসের মত সাঁতার দিলে

ডানা ঝাপটে মেলে তুলে নিলে

তীতুমীর তোমার স্নিগ্ধ হাসি

আমার অন্তরে বাজে সুখের বাঁশী।

Leave a Comment