মায়ের কবিতা- ২০ । লজ্জা

লজ্জা

বেগম কোহিনূর আক্তার খানম

আজও মনে পড়ে

লালটুকটুক শাড়ী পরে

হাতে মীহেদি লালে লাল করে

সোনার গহনা গায়ে

বসেছিলেম ছোট্ট মেয়েটি

নববধূর বেশে।

আহা কি সুন্দর লেগেছিল আমাকে।

বার বার প্রশ্ন করি সবাইকে

আসবে কখন বর আমার ঘরে?

ধমক দিয়ে বলল মা

এমন করে বলিস না,

লোকে বলবে নেই লজ্জা

খেয়েছি ধমক রয়েছি চুপ

এরই মাঝে ঘুমিয়ে পড়েছি

আমি ফুলশয্যায়

আজও মনে পড়ে

সেই দিনের সেই লজ্জা।

Leave a Comment