লোকমান হাকীম (আঃ) নবী ছিলেন না। উনার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সমাদৃত ছিলেন। আল্লাহ তায়লা উনাকে নবী না করেও অনেক সম্মানিত করেছেন। কোরআনে সুরা লোকমান নামে একটা সুরাও রয়েছে। লোকমান হাকীম তাঁর ছেলেকে অনেক উপদেশ দিয়েছিলেন যার মধ্যে ৯টি উপদেশ সুরা লোকমানে (১৩-১৯ আয়াত) রয়েছে।
“আল্লাহর সান্নিধ্য অবলম্বন করো।“ এইরকম উপদেশসহ আরো অনেক উপদেশ রয়েছে।
১। নিশ্চয় দুনিয়া হচ্ছে অতিক্রম করার স্থান। সুতরাং তুমি এটাকে অতিক্রম করে যাও, তুমি একে আবাদ কর না। অর্থাৎ দুলিয়ার প্রতি মোহ করবে না। দুনিয়ার জীবনের সফল অতিক্রমই জান্নাতের সফলতা নিশ্চিত করে। বর্ণিত আছে “দুনিয়া মুমিনের জন্য কারাগার স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ।“
২। পরামর্শ করবে এমন ব্যক্তির সাথে যে জানে। বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে।
৩। উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না।
৪। বিচক্ষণতা এবং কৌশল অবলম্বন করে এবং উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দাও।
৫। নিজের জন্য যা পছন্দ কর না তা অন্যের জন্যও পছন্দ করবে না।
৬। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে। কেননা, প্রত্যেকেই তার ওপর অর্পিত কাজের জন্য জিজ্ঞাসা করা হবে।
৭। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে। কেননা, মধ্যম পন্থাই হলো উত্তম পন্থা।
৮। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর।
৯। যে কাজ মানুষের সামনে করতে খারাপ মনে কর, তা গোপনেও কর না।
১০। পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখ, যেন পরিবার তা দেখতে পায়।
১১। ধৈর্যশীল হয়ে প্রশান্তির সাথে কাজ কর। কোন সময় তাড়াহুড়া ;করে কোন কাজ কর না।
১২। তিনজন একসাথে থাকলে তৃতীয়জন ছেড়ে দু’জন চুপে চুপে কথা বল না।
১৩। মূর্খের ভালবাসার প্রতি আগ্রহী হইও না। তাহলে সে মনে করবে তুমি তার কাজকে পছন্দ করছ এবং বিজ্ঞ লোকের জ্ঞানকে তুচ্ছ কর না।
১৪। কোন নফল যদি ফরজের পথে ব্যাঘাত সৃষ্টি করে তবে সে নফল সযত্নে পরিত্যাগ করবে।
১৫। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবে না।
১৬। নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না।
১৭। আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না।
১৮। নিজের খাবার অন্যের দস্তরখানায় নিয়ে খাবে না।
১৯। বীরত্বকে নীতি হিসেবে গ্রহণ করবে।
২০। মাতা পিতাকে সররাব্ধিক সম্মান করবে।
২১। শিক্ষককে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে।
২২। শত্রু মিত্র সবার সাথে হাসিমুখে সাক্ষাত করবে।
২৩। প্রচলিত অস্ত্র, প্রযুক্তি, আর যানবাহন পরিচালনা শিখে নিবে।
২৪। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে।
২৫। শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখবে।